ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বছরে ৫ মাসই বরফে ঢাকা থাকে রাশিয়ার যে স্টেডিয়াম
অনলাইন ডেস্ক

রাশিয়ার জমে উঠেছে ২১তম ফিফা বিশ্বকাপ। দেশটির ১২টি ভেন্যুতে বিশ্ব সেরার মর্যাদা দখলের লড়াইয়ে নেমেছে ৩২টি দেশ। এর একটি একাতেরিনবুর্গ অ্যারেনা স্টেডিয়াম।

রাশিয়া বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে সুন্দর মাঠ এটির। এর আসন সংখ্যা বর্তমানে ৩৫ হাজার। তবে বিশ্বকাপ শেষে এই আসন সংখ্যা কমিয়ে ২৩ হাজারে আনা হবে।

রাশিয়ার একাতেরিনবুর্গ শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি শীতে যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। চারদিকে সাদা বরফে ঢেকে থাকে। বছরে প্রায় ৫ মাসই বরফে ঢেকে থাকে একাতেরিনবুর্গ অ্যারেনা স্টেডিয়ামটি। বরফের হাত থেকে স্টেডিয়াম রক্ষা করতে খেলা ম্যাচ চলাকালে রুফ সেভার বন্ধ করে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর