ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেই পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে প্রস্তুত জার্মানি
অনলাইন ডেস্ক

মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে পরাজয় নিছকই অঘটন। সুইডেনের বিরুদ্ধে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি। এমনই দাবি করেছেন জার্মানির ডিফেন্ডার ম্যাট হামেলস। 

মেক্সিকোর কাছে হারের শোক অনেকটাই কাটিয়ে উঠেছেন জার্মানরা। শিবিরে খোলামেলা পরিবেশ ফিরে এসেছে। সুইডেনের বিরুদ্ধে ম্যাচ জার্মানির কাছে মরণ-বাঁচন লড়াই। ফুটবলারদের সঙ্গে সুইডেন ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা সেরে ফেলেছেন জার্মান কোচ। তবে ফুটবলারদের ওপর বেশি চাপ দিচ্ছেন না লো। স্বাভাবিক খেলার কথাই ফুটবলারদের বলেছেন।

সুইডেনের বিরুদ্ধে মাঠে নামার আগে হামেলস বলেছেন, ‘‌দলের পরিবেশ আগের থেকে অনেক ভাল। আমরা ফেরার জন্য তৈরি। সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে সব কিছুই সম্ভব। প্রতিযোগিতায় ভাল কিছু করার ক্ষমতা আমাদের রয়েছে।’‌ 

কোচের সঙ্গে ফুটবলারদের আলোচনা প্রসঙ্গে হামেলস বলেন, ‘‌নিজেদের মধ্যে আমাদের আলোচনা খুব ভাল হয়েছে। আমরা নিজেদের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। আশা করছি সুইডেনের বিরুদ্ধে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব। মেক্সিকো ম্যাচ আমাদের কাছে এখন অতীত। মাঠে কী করতে হবে, এটাই আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয়।’‌ 

জার্মানির স্ট্রাইকার মারিও গোমেজও মেনে নিয়েছেন, গ্রুপের বাকি দুটি ম্যাচই তাদের কাছে নকআউট। তিনি বলেন, ‘‌প্রথম ম্যাচে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। এটা আমরা প্রত্যাশা করিনি। নিজেদের দুর্বলতা খুঁজে বার করেছি। সুইডেনের বিরুদ্ধে ম্যাচে আগের ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়েছি। পরের ম্যাচে ভাল খেলার ব্যাপারে আমরা আশাবাদী।’‌ 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর