ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি ইরান
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

শেষ ম্যাচ ড্র করলেই বিশ্বকাপে পরের রাউন্ডে চলে যাবে পর্তুগালের। অন্যদিকে, ইরানের জন্যও দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটি খুব কঠিন নয়।  গ্রুপ পর্বের দুই ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবেলির তিন নাম্বারে থাকা দলটি পর্তুগালকে হারাতে পারলেই ৬ পয়েন্ট নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করবে।

তাই এই শেষ ম্যাচে জয় ছাড়া কোনো গতি নেই ইরানের সামনে।এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ শক্তিশালী একাদশই নামিয়েছে পর্তুগাল। অন্যদিকে পর্তুগালের সাবেক বস বর্তমান ইরানের কোচ কুইরোজও দলে দুটি পরিবর্তন এনেছেন।

পর্তুগাল একাদশ-

রুই প্যাত্রিসিও (গোলরক্ষক), পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোসে ফন্তে, সেডরিক, আদ্রিয়েন, হোয়াও মারিও, আন্দ্রে সিলভা, উইলিয়াম কার্ভালহো, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক) ও রিকার্ডো কোয়ারেজমা।

ইরান একাদশ-

আলিরেজা বেইরানভান্দ (গোলরক্ষক), এহসান হাজিসাফি, হোসেইনি, মোরতেজা পৌরালিগানজি, রামিন রেজাইয়েন, এজতোলাহি, ওমিদ ইব্রাহিমি, ভাহিদ আমিরি, মেহদি, আলিরেজা জাহানবাখশ ও সরদার আজমউন।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর