ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ড্র করেও দ্বিতীয় রাউন্ডে স্পেন
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মরক্কোর কাছে হারতে হারতে বেঁচে গেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷ তবে শেষ পর্যন্ত ২-২ ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে গেল স্পেন৷ শেষ ষোলতে স্পেনের প্রতিপক্ষ আয়োজক রাশিয়া৷

সোমবার সারানস্কে স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই অপ্রত্যাশিত দাপুটে খেলা উপহার দিতে থাকে আফ্রিকার দেশ মরক্কো। প্রথমার্ধের ১৪ মিনিটে রামোস ও ইনিয়েস্তার ভুল বোঝাবুঝিতে নিজেদের সীমানায় বল পেয়ে বুতাইব গোলরক্ষক দাভিদ দে গিয়াকে বোকা বানিয়ে ফিনিশিং টাচে মরক্কোকে ১-০ তে এগিয়ে দেন। তবে ১৯ মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে স্পেনকে ১-১ গোলে সমতা এনে দিলেন ইসকো। 

বিরতির পর ৮১তম মিনিটে আবারও এগিয়ে যায় মরক্কো। কর্নার থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে হেডে জালে পাঠান বদলি হিসেবে নামা ইউসেফ এন-নেসাইরি। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। ডান দিক থেকে দানি কারভাহালের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান সেল্তা এই ভিগোর এই ফরোয়ার্ড। 

 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর