ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রথমার্ধে গোল শূন্যে মেক্সিকো-সুইডেন
অনলাইন ডেস্ক

মেক্সিকো-সুইডেনের প্রথমার্ধ শেষ হলো গোলশুন্যভাবেই।  ম্যাচের শুরু থেকেই মেক্সিকোর রক্ষণকে চাপে ফেলে দেয় সুইডেন। শেষ দিকে চাপ সামলে ফিরতি আক্রমণে ফিরলেও গোলের দেখা পায়নি মেক্সিকো। 

প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি কার্লোস ভেলা। পুরো প্রথমার্ধে স্পষ্ট একবারই সুযোগ পেয়েছে মেক্সিকো। বাকি সময় সুইডিশদের আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে তাদের।

লং শট আর কাউন্টার আক্রমণে মেক্সিকোকে শুরু থেকেই তটস্ত করে রাখে সুইডেন। তাদের আক্রমণের তোড়ে একসময় মিডফিল্ড পেরোতেই পারছিলো না মেক্সিকানরা। বেশ কয়েকবার গোল পাওয়ার খুব কাছে চলে গিয়েছিলো সুইডিশরা। তবে বাধা হয়ে দাঁড়ান মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। প্রথমার্ধ পর্যন্ত মেক্সিকোর গোলরক্ষক গুইয়েরমো ওচোয়া চলতি বিশ্বকাপে ১৫তম সেভ করেছেন। বাকি সব গোলরক্ষকের চেয়ে যা ঢের বেশি।

বাংলাদেশ সময় রাত ৮টায় একাতেরিনবার্গ স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’র ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো-সুইডেন।  আজকের ম্যাচে ২ গোলের ব্যবধানে জিততে পারলে সুইডেনের শেষ ষোল নিশ্চিত।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর