ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জার্মানির মতো দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল যাদের
অনলাইন ডেস্ক

বাছাই পর্বের সবগুলো ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সেই শেষ। প্রীতি ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেনি তারা। রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে তাদের ১-০ গোলে হার চমকে দিয়েছিল ফুটবল বোদ্ধাদের। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে শোচনীয় হার। নকআউট পর্বে আর জায়গা হয়নি জার্মানির।

অধিনায়ক ম্যানুয়েল নয়্যার স্বীকার করেছেন, গ্রুপ পর্বে সামর্থ্য অনুযায়ী খেলতেই পারেনি জার্মানি

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্বে বিদায় নেয়ার এ দুর্ভাগ্য জার্মানির ক্ষেত্রেই প্রথম নয়। ফ্রান্স, ইতালি ও স্পেনেরও এ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পরবর্তী আসরে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। পরে ২০০৬ সালের চ্যাম্পিয়ন দল ইতালি পরবর্তী আসরে এবং ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ২০১৪ সালে একইভাবে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।    বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর