ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গোলের রহস্য ফাঁস!
অনলাইন ডেস্ক
সেই গোলের পর সিলভা-নেইমার

কর্নার কিকে নেইমার জুনিয়র। সার্বিয়ার পেনাল্টি বক্সের মধ্যে হেডে থিয়াগো সিলভার মাথা। নেমার-থিয়াগো জুটির দৌলতেই এসেছে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের দ্বিতীয় গোল। দুরন্ত সেই গোলের রহস্য ম্যাচের পরে ফাঁস করেছেন থিয়াগো। 

তিনি জানিয়েছেন, এই গোল কোনও ‘‌ফ্লুক’‌ নয়। বরং জাতীয় দলের অনুশীলনে দিনের পর দিন এভাবে গোল দেওয়া প্র্যাক্টিস করেছেন তারা। জাতীয় দলে থিয়াগোর চারটি গোলের পিছনে রয়েছে নেমারের অ্যাসিস্ট। নেমারের সঙ্গে তার বোঝাপড়া খুব ভাল বলেও জানিয়েছেন থিয়াগো।

ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের কথায়, ‘‌প্র্যাক্টিসে ঠিক যেরমক অনুশীলন করেছিলাম, নেইমার সেভাবেই কর্নার কিকটা মেরেছিল। কর্নার মারার সময় পোস্টের কত কাছাকাছি বলটা রাখতে হয়, সেটা নেইমার খুব ভাল করেই জানে। ফলে গোল কারাটা সহজ হয়ে যায়।’‌

তবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলার পরেও যে তারা এখনও দল হিসেবে নিখুঁত নন, সেটা মেনে নিচ্ছে থিয়াগো। তিনি জানান, ‘‌প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত বেশ কিছু ত্রুটি রয়েছে। কঠোর পরিশ্রম দিয়ে আমরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি।’‌  

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর