ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেমন আছেন মার্সেলো?‌
অনলাইন ডেস্ক

সার্বিয়ার বিরুদ্ধে কাঙ্খিত জয় এসেছে। তাতে ব্রাজিল সমর্থকরা যতটাই আশ্বস্ত। ততটাই চিন্তিত মার্সেলোর চোট নিয়ে। বুধবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে খেলতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলীয় সাইডব্যাক। 

হতাশ মার্সেলোকে মাঠেই কাঁদতেও দেখা যায়। ম্যাচের বয়স তখন মাত্র ১৪ মিনিট। প্রাথমিক পরীক্ষার পরে জানা যায় পায়ের হাড়ে গুরুতর চোট লেগেছিল তার। পরে দেখা যায় তার পিঠেও চোট লেগেছ। তবে এখনই তাকে নিয়ে বড়সড় দুশ্চিন্তা করার কিছু নেই বলেই জানিয়েছে ব্রাজিলীয় টিম ম্যানেজমেন্ট। 

তারা জানান, মার্সেলোর চিকিৎসা শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে। সার্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলতে পৌঁছে গেছে ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনালে তাদের সামনে মেক্সিকো। সেই ম্যাচে মার্সেলোকে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।আপাতত পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে তাকে। 

রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো বরাবরই ব্রাজিলের বড় ভরসা। প্রচুর পরিশ্রম এবং নাছোড় ফুটবল তাঁর খেলার বৈশিষ্ট্য। কোনও কারণে যদি তাকে মেক্সিকো ম্যাচে না পাওয়া যায়, তাহলে ব্রাজিল যে সমস্যায় পড়বে সেটা বলাই বাহুল্য। ‌

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর