ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভক্তদের প্রার্থনা নিয়ে মাঠে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক

হার, জয় এবং ড্র দিয়ে নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা৷ নক-আউটে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মেসিদের৷ কিন্তু এসব তথ্য এখন অতীত ৷ আর্জেন্টিনার সঙ্গে নক-আউটের সম্মুখ সমরে মাঠে নেমেছে ফ্রান্স৷ এই ম্যাচ নিয়ে মেসিদের প্রস্তুতি যাই থাকুক না কেন তাদের প্রতি শুভেচ্ছা এবং প্রার্থনা কিন্তু অঢেল৷ শনিবার আর্জেন্টিনার জয়ের জন্য বিশ্ব জুড়ে প্রার্থনারত তাদের কোটি কোটি ভক্ত৷ 

‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া এবং পেরুকে হারিয়েছে ফ্রান্স৷ গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ থেকে নক আউটে পা রেখেছে ফ্রান্স৷ গোলে রয়েছেন দলের দুই তারকা ফরোয়ার্ড গ্রিজমান এবং এমবাপে৷ পুরো দলটার মধ্যে একটা ছন্দ ধরা পড়ছে৷ 

অন্যদিকে মেসি ছাড়া নীল সাদা-ব্রিগেড অনেকটাই ছন্নছাড়া৷ যদিও শেষ ম্যাচে গোল পেয়েছেন রোজো কিন্তু নক-আউটের প্রথম ম্যাচে মেসিদের হট ফেভারিট ধরতে পারছেন না কেউই৷ সেদিক থেকে দেখলে বিশ্বজুড়ে  ভক্তদের এমন প্রার্থনা মেসিদের জন্য অবশ্যই কাজের৷

আর্জেন্টিনা দলের সমর্থক সারা বিশ্ব জুড়েই৷ কারণ এই দলেই ১০ নম্বর জার্সি গায়ে খেলেন মেসি৷ আজ ভক্তরা প্রার্থনা গোল পাক মেসি৷ নক আউটের বাধা টপকে বিশ্বকাপে এগিয়ে যান মেসি৷ বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলারের খেলা দেখার জন্য বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মেসি ফ্যানের সমর্থন পাবে আর্জেন্টিনা৷

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর