ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাসচেরানোর পর অবসর নিলেও বিগলিয়াও
অনলাইন ডেস্ক

ফ্রান্সের সঙ্গে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর আর্জেন্টিনার জাতীয় দল থেকে হাভিয়ের মাসচেরানো ও লুকাস বিগলিয়া অবসর নিয়েছেন। তবে দলের সঙ্গে থাকছেন কোচ হোর্হে সাম্পাওলি।

হাভিয়ের মাসচেরানোর বিদায়টা অতটা আকস্মিক নয়। কারণ বিশ্বকাপ শুরুর আগেই এটিকে নিজের শেষ বলে দিয়েছিলেন এ মিডফিল্ডার।

২০১১ সালে  জাতীয় দলে সুযোগ পান বিগলিয়া। ৫৮ ম্যাচ খেলে ১টি গোল করেছেন এ মিডফিল্ডার। অবসরের ঘোষণা দিয়ে ৩২ বছরের বিগলিয়া বলেন, সরে দাঁড়ানোর এখনই সময়। নিজের কাছে সৎ থাকতে চাই। মেধাবী নতুন প্রজন্মকে সুযোগ করে দেয়ার এখনই সঠিক সময়। 

দলের আরেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো জানিয়েছেন, কোচের যতক্ষণ পর্যন্ত তাকে দরকার তিনি খেলবেন। তবে লিওনেল মেসি অবসর নিচ্ছেন না দলের সঙ্গে থাকছেন তা এখনো জানা যায়নি।সূত্র: মুন্ডু

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর