ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসিকে 'অবরুদ্ধ' রাখার সেই কৌশল জানালেন ফ্রান্স কোচ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরইমধ্যে শুরু হয়ে গেছে নকআউট পর্বের খেলা। আর গতকাল রাতে এই পর্বের প্রথম ম্যাচেই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এ দিন দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসিও ছিলেন 'অবরুদ্ধ'। মেসিকে আটকাতে অবশ্যই আলাদা পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষ দলকে। ফ্রান্সও এর ব্যতিক্রম ছিল না। আর সেই কৌশলটাই এবার ফাঁস করলেন দেশটির কোচ দেশম।

তিনি বলেন, 'মনে হয়, আমার আর্জেন্টাইন প্রতিপক্ষ আমাদের সেন্ট্রাল মিডফিল্ডারদের কাছ থেকে আরও একটু বেশি স্বাধীনতা চেয়েছিলেন। তবে আমরা তাকে নিষ্ক্রিয় করে রাখতে পেরেছি। (এনগুলো) কান্তে সবসময় তাকে মার্ক করে রেখেছে। যখন সে বল পেয়েছে একজন তার সঙ্গে থেকেছে, আরেকজন তার পেছনে।'

ফ্রান্স কোচ আরও বলেন, 'তাকে (মেসিকে) এককভাবে সতর্ক প্রহরায় রাখতে হয়েছিল। আমরা মাচেরানো, বানেগা আর মেসির মধ্যে যোগসূত্রের বিষয়টি জানতাম। সেটাও জানতাম, মেসিকে প্রভাব বিস্তার না করতে দিতে বাকি দুইজনকেও আটকে রাখা প্রয়োজন।'

বিডি প্রতিদিন/ ১ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর