ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোয়ার্টারে উঠে সমালোচনার জবাব দিলাম : দেশ্যম
অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকে যেসব সমালোচনা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোয় জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তার জবাব দেওয়া হয়েছে বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম। 

শনিবার টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্স ৪-৩ গোলে হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ফলে প্রথম দল হিসেবে ২১তম বিশ্বকাপের শেষ আট-এ উঠে ফরাসিরা। 

এই জয়ে সমালোচকদের মুখ বন্ধ হবে বলে মনে করেন দেশ্যম। তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। যা হচ্ছিলো ঠিক ছিল না। তাই সমালোচনার জবাব দেওয়ার খুব দরকার ছিল। আমরা সেই জবাবটা মাঠেই দিয়ে দিলাম। আশা করবো, সমালোচকরা বুঝেশুনে কথা বলবে।’

বিশ্বকাপের দল, দেশ্যমের কোচিং পদ্ধতি নিয়ে ফ্রান্সের সাবেক খেলোয়াড়রা সমালোচনায় মুখ ছিলেন। বিশ্বকাপ শুরুর পর সেই মাত্রা যেন আরও বেড়ে যায়। তবে কোয়ার্টার ফাইনালে উঠে সমালোচনার জবাব দিতে পেরেছেন বলে মনে করেন ফ্রান্সের কোচ দেশ্যম। 

তিনি বলেন, ‘সমালোচনা নিশ্চয়ই হবে। কিন্তু যেভাবে সমালোচনা হচ্ছিলো, তা দলের উপর প্রভাব ফেলছিলো। তাই মাঠেই সমালোচনা জবাব দেবো বলে আমরা লক্ষ্য ঠিক করে রেখেছিলাম। মাঠে সেরাটা দিয়েছি। গ্রুপ পর্ব, শেষ ষোলো পেরিয়ে আমরা এখন কোয়ার্টার ফাইনালে।’

গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ওঠে ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পগবা-এমবাপেরা। তবে শেষ আটেই থেমে যেতে চান না দেশ্যম। আরো অনেক দূর যাবার ইচ্ছা তার। 

ফ্রান্স কোচ বলেন, ‘আমরা আরও অনেক দূর যেতে চাই। আমাদের লক্ষ্য শিরোপা। আমরা এখানে শিরোপা জয়ের জন্যই এসেছি। এখনও আমাদের অনেক কাজ বাকী। বাকী কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে চাই। ধীরে ধীরে এগোতে চাই, সেরা সাফল্য নিয়েই বিশ্বকাপ শেষ করতে চাই।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর