ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোনালদো ফুলহাতা জার্সি পরেন কেন?
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে সবাইকে অবাক করে একই রাতে বিদায় নিয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে কে সেরা, সেই সমাধান অমীমাংসিতই রয়ে গেল। তবে আসর ছাড়লেও আলোচনা শেষ হয়নি তাদের নিয়ে।

ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ‘দ্য সান’ এক প্রতিবেদনেজোনিয়েছে, রোনালদো ক্লাব হোক বা দেশ- হাত ঢাকা জার্সিতে খেলতে নামেন কেন! ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল যে জার্সিতেই খেলতে নামুক না কেন, রোনালদোকে প্রায়ই দেখা গেছে ফুল স্লিভ জার্সিতে মাঠ কাঁপাতে।

দ্য সান'র প্রতিবেদনে বলা হয়েছে, এমন কারণ নিজে কোনো দিন খোলসা করেননি রোনালদো। তবে তাঁদের দাবি, ব্র্যান্ড ‘রোনালদো’র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাত ঢাকা জার্সি। কারণ হিসেবে এক দশক আগের ঘটনাকে তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, রোনালদো যখন সদ্য সর্বোচ্চ স্তরে খেলা শুরু করেছিলেন, তখন চিরাচরিত হাফ স্লিভ জার্সিতেই খেলতেন। তবে তখন ২০০৪ সালে ইউরোর ফাইনালে গ্রিসের কাছে পরাজয় তিক্ত হয়ে ধরা দেয় তরুণ রোনালদোর কাছে। এর দু’বছর পরে ২০০৬ সালেও বিশ্বকাপে শোচনীয় অভিজ্ঞতা হয়েছিল। সেই বছরেও হাফ স্লিভে দেখা গিয়েছিল তাঁকে। এর পরেই নাকি নিজের ব্র্যান্ডকে সাফল্যের শীর্ষে তুলতে রোনালদো ঠিক করে নেন হাত ঢাকা জার্সিতেই খেলবেন। 

এরপরই পল্টে যায় রোনালদোর ইতিহাস। মেসির থেকে একসময় ব্যালন ডি অরের সংখ্যায় পিছিয়ে ছিলেন তিনি। তবে টানা সেরার সেরা হয়ে মেসিকে ছুঁয়ে ফেলেছেন। ইউরোতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন। ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার হ্যাটট্রিক করেছেন।

বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর