ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে হারল স্পেন
অনলাইন ডেস্ক

স্পেন রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এখনো চলছে বিশ্লেষণ। খুঁজে বের করার চেষ্টা চলছে কেন বাদ পড়ল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। লক্ষ্যহীনভাবে খেলার কারণে দলটি বাদ পড়েছে বলে মত ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনিস তারকা সেস ফ্যাব্রিগাসের।

বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ফ্যাব্রিগাস বলেছেন, টিকিটাকা ফুটবলের ভক্ত আমি। সুন্দর একটি কৌশল। তবে এবার কাজে আসেনি। প্রতিপক্ষের সীমানায় স্প্যানিশদের ভয়ংকর হয়ে উঠতে দেখিনি আমরা। একমাত্র ফরোয়ার্ড ডিয়েগো কস্তা যা কিছুটা চেষ্টা করেছে। আর বক্সের বাইরে থেকে ইসকো। ব্যর্থতার দায় বাকিদের নিতেই হবে।

প্রতি ম্যাচেই আক্রমণের সুযোগ এসেছে। কস্তা যতটা পেরেছে দ্রুত দৌড়েছে। কিন্তু আক্রমণে না উঠে আবারও পেছনে বল পাঠিয়েছে। তারা যেন শুধু বলটা পায়ে বেশি রাখতে চেয়েছিল। শুধু বল দখলে রাখলে সাফল্য আসে না, যেকোনোভাবে গোল পেলেই হয়।

স্পেনের ব্যর্থতার পেছনে গোলকিপার ডেভিড ডি গিয়ার নামটি বেশি উচ্চারিত হচ্ছে। পরিসংখ্যানেও তার ব্যর্থতা চোখে পড়ছে। ১৯৬৬ সালের পর গিয়াই একমাত্র গোলকিপার, যিনি তিন ম্যাচে তিনটি সেভও করতে পারেননি!

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর