ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'হলুদ কার্ড' চিন্তায় ব্রাজিল, কাসেমিরোর পরিবর্তে ফার্নানদিনহো!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল জগত। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরইমধ্যে শুরু হয়েছে আসরের নকআউট পর্ব। তবে বেলজিয়ামের বিরুদ্ধে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন না মিডফিল্ডার কাসেমিরো। মেক্সিকোর বিরুদ্ধে নকআউট পর্বে কাসেমিরো দ্বিতীয় বার হলুদ কার্ড পান তিনি। এদিকে, কাসেমিরোর জায়গায় প্রথম একাদশে ফার্নানদিনহোকে নিয়ে শেষ আটে নামতে পারে ব্রাজিল।

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। কিন্তু ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের বিপক্ষে একটি হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলিয়ান কাসেমিরো। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচেও তিনি হলুদ কার্ড পেয়েছিলেন। তাই শর্ত অনুযায়ী বিশ্বকাপ আসরের শেষ আটে তিনি অংশ নিতে পারবেন না; গ্যালারিতেই তার আসন। তাকে ছাড়াই বেলজিয়ামের সঙ্গে মুখোমুখি হতে হবে সেলেসাওদের। সেক্ষেত্রে তার স্থলে ফার্নানদিনহোকে প্রথম একাদশে রাখার চিন্তা করছেন ব্রাজিল কোচ তিতে।

এ বিশ্বকাপে আসরের এখন পর্যন্ত অপরাজিত দল নেইমারের ব্রাজিল আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাত ১২টায় বেলজিয়ামের মুখোমুখি হবে।

বিডি প্রতিদিন/ ৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর