ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জুয়াড়িরা ঝুঁকছেন ইংল্যান্ডের দিকে, নজরে হ্যারি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে। ফুটবল উত্তেজনায় কাঁপছে বিশ্ব। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পাশাপাশি চলতি বিশ্বকাপে অঘটনও কম হয়নি। যার মধ্যে গ্রপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায় ছাড়াও নকআউট পর্বে আর্জেন্টিনা, পর্তুগাল ও স্পেনের বিদায় অন্যতম। এক্ষেত্রে আসরে টিকে থাকার লড়াইয়ে ফেভারিট হিসেবে ক্রমশই ইংল্যান্ডের নাম উপরের দিকে উঠে আসছে। আর সেই সাথে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছেন দলটির প্রাণ ভোমরা হ্যারি কেন। তাই জুয়াড়িরা ছুটছেন এখন ইংল্যান্ড দলের ওপর বেট লাগাতে।

এদিকে, এমন অবস্থায় বেটিং কোম্পানিগুলোর কর্তাদের ঘাম ঝরতে শুরু করেছে। অবস্থা দেখে, সম্ভাব্য বিশ্বকাপ বিজয়ী হিসাবে ইংল্যান্ডের অডস ৫-১ এ নামিয়ে আনা হয়েছে। এর আগে বিশ্বকাপের কোনো টুর্নামেন্টেই এই পর্যায়ে ইংল্যান্ডের অডস এতটা কম ছিল না। অন্যদিকে, মঙ্গলবার কলম্বিয়ার সাথে ম্যাচে অডস ১১-১০, অর্থাৎ বুকিরা ধরেই নিচ্ছে ইংল্যান্ড জিতবে।

এ ব্যাপারে বেটিং কোম্পানি কোরাল-এর কর্মকর্তা ডেভিড স্টিভেন্স বলছেন, রবিবার রাশিয়ার কাছে স্পেনের পরাজয়ের পর ইংল্যান্ডে এখন সত্যিকারের ফেভারিট হয়ে উঠেছে। জুয়াড়িরা হামলে পড়ছেন ইংল্যান্ডের পক্ষে টাকা বাজি ধরার জন্য। তারা ঘাম ঝড়িয়ে দিচ্ছেন বুকিদের। ফলে, অডস কমছে। অর্থাৎ বাজি ধরে জেতা টাকার পরিমাণ কমে যাচ্ছে।

এখন শুধু ব্রাজিল এবং ফ্রান্সের (উভয়েই ৭-২) ওপরে ইংল্যান্ডের বেটিং অডস। আর গোল্ডেন বুটের সম্ভাব্য বিজয়ী হিসেবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন এখন বুকিদের সবচেয়ে পছন্দের। তার অডস ৫-৪। 

বিডি প্রতিদিন/ ৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর