ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেইমারের পাশে দাঁড়িয়ে যা বললেন তিতে
অনলাইন ডেস্ক

নেইমারকে যে বেশি বেশি ফাউল করা হচ্ছে সেটা নয়। বরং কেন বেশি বেশি তিনি পড়ে যাচ্ছেন সেটা নিয়েই সমালোচনা করছেন ফুটবল বোদ্ধারা। পাশাপাশি ‘অতিরিক্ত’ ড্রিবলিং করানোরও সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে। এক্ষেত্রে অবশ্য নেইমারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাদের কোচ তিতে। 

সমালোচনার পরও নেইমারকে বরং ড্রিবলিং করার পরামর্শই দিচ্ছে তাদের গুরু। তিতে বলেন, ড্রিবলিং করা কোনো অপরাধ নয়, নেইমারকে আমি ড্রিবলিং করতেই বলব। নেইমার খেলতে পছন্দ করে, কাউকে তো সে রুখে (শারীরিকভাবে) দাঁড়ায় না, অন্যরাই তাকেই বাধা দেয়।

মেক্সিকো ম্যাচে নেইমারকে ডিফেন্ডার মিগুয়েল লায়ুনের ফাউল নিয়ে তিতে ভাষ্য, সম্পূর্ণ অপরাধ তাদের। আর নেইমার যে এখানে ‘নাটকীয়তা’ করেছে বলে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, সেটাও ঠিক নয়। কেননা সে সত্যিই আঘাত পেয়েছে। আমি সাইডলাইনেই দাঁড়িয়েছিলাম, সব দেখেছি। কোনো সন্দেহ নেইমারকে যে আঘাত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/০৩ জুলাই, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর