ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়া বিশ্বকাপে ফিরতে পারে সেই 'এস্কোবার' কাণ্ড!
অনলাইন ডেস্ক
এস্কোবার

১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপে আত্মঘাতী গোলের মূল্য আন্দ্রেস এস্কোবার চুকিয়েছিলেন নিজের প্রাণ দিয়ে। টুর্নামেন্ট শেষ হওয়ার দশদিন পরে গুলি করে হত্যা করা হয়েছিল কলম্বিয়ার সেই ডিফেন্ডারকে। সেই ঘটনার ছায়া এবারের রাশিয়া বিশ্বকাপেও ফিরতে পারে। এমনটাই আশঙ্কা করছেন খোদ এস্কোবারের ভাই।

গত ২২ জুন ২৪ বছর পূর্ণ হল এস্কোবারের হত্যার। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এস্কোবারের ভাই সান্তিয়াগো বলেছেন, ‘‌কলম্বিয়ার ফুটবলাররা অতীত থেকে শিক্ষা নেননি। এবারের ইংল্যান্ডকে যদি কলম্বিয়া হারাতে না পারে, তাহলে আমার আশঙ্কা, ফের ফুটবলার হত্যার মতো কোনও ঘটনা ঘটতে পারে।’‌ 

এমনিতেই জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-২ গোলে হেরেছে কলম্বিয়া। সেই ম্যাচে আত্মঘাতী গোল করে ফেলেছেন কলম্বিয়ার ৩২ বছর বয়সী ডিফেন্ডার কার্লোস স্যাঞ্চেস। তারপর থেকে হত্যার হুমকি পাচ্ছেন স্যাঞ্চেজ। 

তার উদ্দেশে সান্তিয়াগোর পরামর্শ, ‘‌কার্লোসের উচিত সাবধানে থাকা। একজন সাবেক ফুটবলার হিসেবে আমি জানি, এরকম ভুল খারাপ দিনে যে কোনও ফুটবলারের পা থেকেই হতে পারে। কিন্তু সমর্থকদের আবেগ এমনই যে, তারা সেটা বুঝতে চান না।’‌

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর