ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নক-আউট পর্বের সেরা একাদশ
অনলাইন ডেস্ক

হাড্ডাহাড্ডি লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতোমধ্যে প্রথম ও নক-আউট পর্ব শেষে হয়েছে। দুইদিনের বিরতি শেষে শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। তবে এই মধ্যে শুরু হয়ে গেছে খেলোয়ারদের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া। একই সঙ্গে নক-আউট পর্ব শেষে পারফর্ম্যান্স বিবেচনা করে বিভিন্ন দল থেকে সেরা খেলোয়াড় বাছাই করে একটি একাদশ সাজানো হয়েছে। 

ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোলডটকম'র সাজানো ওই একাদশে জায়গা হয়নি বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনলদোর। 

নক-আউট পর্বের সেরা একাদশ :

ইগোর আকিনফিভ (গোলরক্ষক, রাশিয়া), মারিও ফিগুয়েরা ফার্নান্দেজ (রাইটব্যাক, রাশিয়া), ভিক্টর লিন্ডলফ (সেন্টারব্যাক, সুইডেন), ডিয়েগো গডিন (সেন্টারব্যাক, উরুগুয়ে), ডিয়েগো লাক্সাল্ট (ডিফেন্ডার লেফটব্যাক, উরুগুয়ে), পল পগবা (সেন্টার মিডফিল্ডার, ফ্রান্স), মারুয়ান ফেলাইনি (সেন্টার মিডফিল্ডার, বেলজিয়াম), তাকাশি ইনুই (সেন্টার মিডফিল্ডার, জাপান), এমবাপে (ফরোয়ার্ড, ফ্রান্স), কাভানি (ফরোয়ার্ড, উরুগুয়ে) ও নেইমার (ফরোয়ার্ড, ব্রাজিল)

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর