ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেইমার নায়ক হলেও ব্রাজিলের জয়ের নেপথ্য নায়ক 'ডিফেন্স'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

প্রাথমিক ধাক্কা সামলে জ্বলে উঠেছে ব্রাজিল। স্বমহিমায় দেখা যাচ্ছে দলের প্রধান ভরসা নেইমার জুনিয়রকে। তবে‌ নেইমার নয়, বিশেষজ্ঞরা কৃতিত্ব দিচ্ছেন ব্রাজিলের ডিফেন্সকেই। 

তাদের দাবি, ডিফেন্স জমাট বলেই খোলা মনে আক্রমণে উঠতে পারছেন নেইমার, কুটিনহোরা। পরিসংখ্যান বলছে, যে দল যেবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই দল সেই বার ডিফেন্সে চরম দুর্ভেদ্য হয়ে উঠেছে। 

২০১৪ সালে জার্মানি ৭ ম্যাচে ৪ গোল খেয়েছিল। ২০১০ সালে স্পেন মাত্র ২ গোল খেয়েছিল। ২০০৬ সালে ইতালিও দু’‌টি গোল খেয়েছিল। সেখানে গত ২৮ ম্যাচে ব্রাজিল মাত্র ৮টি গোল খেয়েছে। 

ব্রাজিলীয় তারকা কেসেমিরো বলছেন, ‘‌আমরা আক্রমণাত্মক ফুটবল খেলি। দরকারে ১১জনই আক্রমণ করবে আবার প্রয়োজন পড়লে ১১জনই রক্ষণে নামবে। আক্রমণাত্মক ফুটবল খেলার সুবিধা হল, এতে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখা যায়।’‌ 

২০০২ সালে শেষবার ব্রাজিল যে বিশ্বকাপ জিতেছিল, সেবার নক আউটে ব্রাজিল মাত্র ১টি গোল খায় ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছে তিতের ব্রাজিল। এবারও মার্সেলোদের যথেষ্ট জমাট দেখাচ্ছে ব্রাজিলের ডিফেন্সকে।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর