ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে সাম্পাওলিকে বরখাস্ত করতে পারছে না আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ নেই। তারমধ্যে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার ছিটকে যাওয়া একটি। তারই জের ধরে আর্জেন্টিনার ফুটবলে আলোচিত বিষয় এখন কোচ হোর্হে সাম্পাওলির ভবিষ্যত। 

রাশিয়া বিশ্বকাপকে বিদায় জানানো পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাম্পাওলি। সমর্থকদের বড় একটা অংশই তাকে আর লিওনেল মেসিদের শিক্ষক হিসেবে দেখতে চায় না। তবে কোচ পদে থাকতে চান সাম্পাওলি। অন্যদিকে, চাইলেই সাম্পাওলিকে বরখাস্ত করতে পারছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। 

২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে সাম্পাওলির চুক্তির মেয়াদ। এখনই তাকে অপসারণ করলে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। আগামী বছরের কোপা আমেরিকা শেষে অঙ্কটা কমে আসবে। 

প্রসঙ্গত,আর্জেন্টিনা ফুটবল এখন এতটাই আর্থিক সংকটে যে কিছুদিন খবর প্রকাশিত হয় স্বয়ং মেসি কর্মীদের বেতন দেন। এই সংকট মেটাতে বিতর্ক হতে পারে জেনেও ইসরাইলে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছিল এএফএ।

আবার এএফএ’র একটি অংশ মনে করে, গত দুই বছরে তিনবার কোচ বদলানোর আর্জেন্টিনার এবার একটু থিতু হওয়া দরকার। সাম্পাওলি নিজেও অবশ্য যথেষ্ট সময় পাননি। এদগার্দো বাউজার স্থলাভিষিক্ত হন যখন তখন আর্জেন্টিনা বাছাইপর্বে ধুঁকছিল। চুক্তির সময়ই সাম্পাওলি এএফএ’কে শর্ত দিয়েছিলেন তাকে কোচ করাতে হবে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। কাতার বিশ্বকাপ ঘিরেই মূল পরিকল্পনা সাজাতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী সাম্পাওলির পছন্দের কোচদের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব দেয় আর্জেন্টিনার ফুটবল সংস্থা। 

বিডি প্রতিদিন/ ৫ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর