ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংল্যান্ডের 'টাইব্রেকার' সাফল্যে নেপথ্যে যে নারী!
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ময়দানে ইংল্যান্ডের টাইব্রেকার ভাগ্য কোনওদিনই খুব একটা ভাল নয়। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়েই শেষ আটে পৌঁছে গেছে ইংল্যান্ড। 

এর আগে ‌১৯৯৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের আসরে এবারই প্রথম। দলের ফুটবলাররা এমন সফলতার কৃতিত্ব দিচ্ছেন দলের মনোবিদ পিপা গ্রাঞ্জকে।

ইংল্যান্ডে জন্ম হলেও বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন এই চিকিৎসক। কয়েক বছর আগে তাকে ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত করে সেদেশের ফুটবল ফেডারেশন। ব্রিটিশ ফুটবলাররা জানিয়েছেন,  দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিন থেকেই পেনাল্টি শ্যুট আউটের ওপরে কাউন্সেলিং শুরু করেন পিপা। 

ফুটবলারদের তিনি বুঝিয়েছিলেন, পেনাল্টি শ্যুট আউট ব্যাপারটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। তাই যে জিনিস ভাগ্যের হাতে, সেই কাজ করার সময় খোলা মনেই করতে যাওয়া উচিত। বড় টুর্নামেন্টের ইতিহাসে ইংল্যান্ডের পেনাল্টি ব্যর্থতা থাকলেও মূলত পিপার সেই টেকনিক কাজে লাগিয়ে চনমনে হয়ে ওঠেন হ্যারিকেনরা‌ 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর