ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অসুস্থ কাভানির জন্যও ফ্রান্সের প্রস্তুতি!
অনলাইন ডেস্ক

শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে জয়ে দুটি গোল করেছিলেন এডিনসন কাভানি। আজ শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে তার দল উরুগুয়ে। কিন্তু তিনি খেলবেন কী না- তা এখনো নিশ্চিত নয়। কারণ পর্তুগালের বিপক্ষের সেই ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছেন কাভানি। গতকাল বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু এখনো পুরোপুরি সেরে উঠেননি।

কিন্তু কোনো ঝুঁকি নিয়ে চায় না ফ্রান্স। তারা অসুস্থ কাভানিকেও নিয়েও প্রস্তুতি পর্ব সারছে। সংবাদ সম্মেলনে দলটির কোচ দিদিয়ের দেশম বলেছেন, 'যদি কাভানি খেলে তাহলে কী করতে হবে তার জন্য দলকে প্রস্তুত করছি। কাভানিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। সে যখন ফ্রান্সে (ক্লাব পর্যায়ে) খেলা শুরু করেছে তখন থেকেই আমি তাকে চিনি। যে কোনো স্ট্রাইকারের চেয়েও সে অনেক ভালো।'

কাভানি ছাড়া উরুগুয়েকেও হালকাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ, 'অস্কার তাবারেজ (উরুগুয়ের কোচ) অনেক ভালো ভালো বিকল্প খেলোয়াড় আছে। ক্রিশথিয়ান স্টুয়ানিও ও ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ অনেক মেধাবী খেলোয়াড়। আমি উরুগুয়ের সব বিকল্প কৌশলকে মাথায় রেখেই দলকে প্রস্তুত করেছি।' সূত্র: গোলডটকম

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর