ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুইডিশ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে অভিনব পন্থা
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল ৭ জুলাই রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইডেন। জয় ছাড়া কিছুই ভাবছে না দুই দল ও তার সমর্থকরা। এজন্য দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে তারা।

সুইডিশ ফুটবলপ্রেমীরা এই সপ্তাহে 'হ্যালো আই এম ফ্রম সুইডেন' নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে। সেখানে সুন্দরী সব মডেলের নানা ভঙ্গির ছবি পোস্ট করা হচ্ছে। বেশিরভাগ ছবিতে সুইডেনের হলুদ জার্সিতে দেখা যাচ্ছে তাদের। 

অ্যাকাউন্টটি খোলার পর ইংল্যান্ড না সুইডেন কোন দেশের নারীরা বেশি সুন্দরী- এ নিয়ে রীতিমতো জরিপ শুরু হয়েছে। এতে বলা হয়েছে সুইডিশ নারীদের গড়পড়তা উচ্চতা ৫ ফুট ৫। আর ইংল্যান্ডের নারীদের গড় উচ্চতা ৫ ফুট তিন। তুলনা বেশি লম্বা হওয়া সুইডিশ নারীদেরই বেশি আকর্ষণীয় মনে হয়!

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর