ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জল্পনা উসকে অনুশীলনে গোলকিপারের ভূমিকায় সুয়ারেজ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

উরুগুয়ে বনাম ফ্রান্স হাইভোল্টেজ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে দু’দলের সমর্থকরা চরম উৎকণ্ঠায় থাকলেও সুয়ারেজ রয়েছেন প্রাণখোলা মেজাজেই৷ ম্যাচের কয়েক ঘণ্টা আগেও বিন্দুমাত্র টেনশন নেই বার্সা তারকার চোখে মুখে৷ বরং বলা ভালো উরুগুয়ে শিবিরকে চাপমুক্ত রাখার মুখ্য ভূমিকায় রয়েছেন সুয়ারেজই৷

এমনিতেই স্বভাববৈশিষ্ট্যে সুয়ারেজ অত্যন্ত খোলামেলা৷ মাঠেই হোক বা মাঠের বাইরে এমন প্রাণচঞ্চল ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল৷ গোটা মাঠ জুড়ে দাপিয়ে বেড়ানো সুয়ারেজ যেমন ফুটবলের লড়াইয়ে সতীর্থদের মধ্যে বাড়তি উদ্দীপণা সঞ্চার করেন, ঠিক তেমনই মাঠের বাইরেও মাতিয়ে রাখেন উরুগুয়ে শিবিরকে৷ 

ফ্রান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে তাসের খেলায় সতীর্থদের পরাস্ত করে সুয়ারেজ যেভাবে সেলিব্রেট করলেন, সচরাচর গোলের পর মাঠে ঠিক সেভাবেই উৎসব পালণ করতে দেখা যায় তাকে৷ সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজের এমন সেলিব্রেশন উরুগুয়ে সমর্থকদের আশ্বস্ত করতে পারে৷

উরুগুয়ে শিবিরের ধারণা, ফ্রান্সের বিরুদ্ধে গোল করার আগে ড্রেসিংরুমে সেলিব্রেশন পর্ব সেরে রাখলেন সুয়ারেজ৷ সুয়ারেজের এমন সেলিব্রেশন ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে উরুগুয়ে ফুটবলারদের স্নায়ুর চাপ কমাতে সাহায্য করবে বলেই ধারণা ফুটবলমহলের৷

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সুয়ারেজ৷ যেখানে সতীর্থদের সঙ্গে ট্রুকো খেলতে দেকা যাচ্ছে তাকে৷ বুকের কাছে লুকিয়ে রাখা তাসগুলি ধীরে ধীরে খুলে টেবিলের উপর শো করানোর পরেই উল্টোদিকের সতীর্থের সঙ্গে গোল করার ভঙ্গিতে সেলিব্রেশনে মাতেন সুয়ারেজ৷

পরে ইনস্টাগ্রামে আরও কয়েকটি ছবি পোস্ট করেন সুয়ারেজ, যেখানে তাকে গোলকিপারের ভূমিকায় দেখা যায়৷ দুর্দান্ত কয়েকটি গোল সেভ করার মুহূর্তের ছবি রয়েছে পোস্টটিতে৷ এমনকি দলের সঙ্গে গোলকিপারের দস্তানা হাতে ছবিও তোলেন তিনি৷

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচের আগে সুয়ারেজের গোলকিপিং করার ছবি তার চোট নিয়ে জল্পনা উসকে দিলেও দলের ফুরফুরে মেজাজে থাকার পিছনে যে বার্সা তারকার মুখ্য ভূমিকা রয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই ফুটবলমহলের৷

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর