ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গর্বের সঙ্গে বিদায় নেওয়াটাই ভালো: রুশ কোচ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

চলতি বিশ্বকাপের সফরটা দারুণ ছিল স্বাগতিক দেশ রাশিয়ার। টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখিয়ে ফুটবল বিশ্বকে অবাক করেছে দেশটি। তবে কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হেরে যায় শেরশেসোভের শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চেকে বিতায় জালেও ফুটবল ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছে টিম রাশিয়া।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার শেষ পেনাল্টি শট নেওয়া পর্যন্ত নিজেদের লড়াইয়ে রেখেছিল রাশিয়া। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৩-৪ পরাজিত হয় বিশ্বকাপের আয়োজক দেশটি। পাঁচটি পেনাল্টির মধ্যে দু'টি মিস করে রাশিয়া।

ম্যাচের পর কোচ শেরশেসোভ বলেন, ‘আমি হার শব্দটার চেয়ে কীভাবে লড়াই করেছি সেটার কথা বলব। দারুণ পারফর্ম করে গর্বের সঙ্গে বিদায় নেওয়াটাই ভালো।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপের বাইরে। তবে আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি।’ 

অনেকটা এগিয়েছে রাশিয়া দল। ভবিষ্যতে দল আরও ভালো করবে রাশিয়ান ফুটবল এমনটাই দাবি কোচ শেরশেসোভের।

বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর