ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিলকে হারিয়ে বেলজিয়াম দলের দর ৫৪৭ মিলিয়ন ইউরো!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

কেটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপর কোয়ার্টরি ফাইনাল রাউন্ড থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে তিতের দলকে হারিয়ে ২-১ গোলে হারায় বেলজিয়াম। আর তাতেই বেলজিয়ামের খেলোয়াড়দের দর বেড়ে চলেছে।দাম বাড়ায় তালিকায় সবার র্শীষে স্থান করে নিয়েছেন বেলজিয়ামের পক্ষে জয়সূচক গোল করা ডি ব্রুইন। আবার দলের সাফল্য বিবেচনায় আলোচনায় না থাকা খেলোয়াড়দের দরও বাড়ছে।

ওই ম্যাচের পর স্পোর্টস বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে বেলজিয়ামের খেলোয়াড়দের দরের একটি তালিকা পাওয়া গেছে। তাতে রেড ডেভিলদের পুরো টিমের দর উঠেছে ৫৪৭ মিলিয়ন ইউরো (৫৪ কোটি ৭০ লাখ ইউরো)।

বেলজিয়ামের পক্ষে দ্বিতীয় গোলটি করার পর ডি ব্রুইনের দর উঠেছে সর্বোচ্চ ১৫০ মিলিয়ন ইউরো। ১১০ মিলিয়ন ইউরো নিয়ে দরে দ্বিতীয় স্থানে রয়েছেন এডেন হ্যাজার্ড। আর ৯০ মিলিয়র ইউরো নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লুকাকু। দুর্দান্ত পারফরমের পর গোলরক্ষক থাবিও কুরতোয়ার দর উঠেছে ৬০ মিলিয়ন ইউরো, ৪০ মিলিয়ন ইউরো নিয়ে পরের অবস্থানে রয়েছেন আলদেরওয়ার্ল্দ, ভারতোগেনের দর উঠেছে ৩২ মিলিয়ন ইউরো, উইসেলের দর ১৮ মিলিয়ন ইউরো, মুইনারের দর ১৫ মিলিয়ন ইউরো।

এছাড়া অধিনায়ক ডিফেন্ডার কোম্পানির দর উঠেছে ১০ মিলিয়ন ইউরো, চাদিলের দর ১০ মিলিয়ন ইউরোতে ঠেকেছে। তবে মাঠ দাঁপিয়ে বেড়ানো ফেলাইনির দর উঠেছে মাত্র ১২ মিলিয়ন ইউরো।

বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর