ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হিয়েরো
অনলাইন ডেস্ক

ফেভারিটের তকমা নিয়ে রাশিয়া বিশ্বকাপের আসার পরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় আকস্মিকভাবে পাওয়া সেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফার্নান্দো হিয়েরো। এমনকি তার আগের পদ স্পোর্টস ডিরেক্টর হিসেবেও ফিরতে চান না তিনি।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছিল ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের স্বপ্ন যাত্রা থেমে যায় শেষ ষোলোতেই। দলের এমন ব্যর্থতার পর ফারনান্দো হিয়েরো আর কোচের পদে থাকতে চান না বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।   প্রসঙ্গত, না জানিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করায় বিশ্বকাপ শুরুর দু'দিন আগে বহিষ্কার করা হয় স্প্যানিশ কোচ কোচ হুলেন লোপেতাগিকে। এরপর অচমকা কোচের দায়িত্ব পেয়ে যান দেশটির সাবেক ফুটবলার হিয়েরো। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে স্পেন বিদায় নেওয়ায় আর কোচের দায়িত্বে থাকতে রাজি নন তিনি। একই সঙ্গে আগের পদ স্পোর্টস ডিরেক্টর হিসেবেও ফিরতে চান না আর।

বিডি-প্রতিদিন/০৭ জুলাই, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর