ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেমিফাইনালের আগে ইংলিশ গোলরক্ষকের কড়া হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেই ম্যাচে হাতে আঘাত পান ব্রিটিশ গোলরক্ষক পিকফোর্ড। স্বাভাবিকভাবে সাংবাদিকরা ম্যাচ শেষে তার কাছে ছুটে যান তার ইনজুরির সার্বিক অবস্থা জানতে। তখনই কড়া হুঁশিয়ারি দিলেন ইংলিশ এই গোলরক্ষক।

নিজের ইনজুরির ব্যাপারে ইংল্যান্ড গোলরক্ষক জর্দান পিকফোর্ড জানান, ‘এটি ছিল বোকার মতো ইনজুরি। এক দুর্দান্ত সেভের পর প্রথমে আমি মাটিতে ঘুষি মারি, পরে আমার হাঁটুতে ঘুষি দেই। এতে বুড়ো আঙুলে ব্যথা পাই। তবে আমি মানুষ, ইঁদুর নই। আমি ভালো আছি। আগামী ম্যাচে খেলতে পারব।’ 

পিকফোর্ড আরও বলেন, ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। ভাগ্যিস আমাদের টাইব্রেকারে যেতে হয়নি। প্রতি ম্যাচে স্নায়ুপরীক্ষায় বসা কঠিন। আমার দায়িত্ব গোল বাঁচানো, দলকে সুরক্ষা করা। যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ সেই চেষ্টা করে যাব।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর