ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাতার বিশ্বকাপেও ব্রাজিলের কোচ তিতে!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

কোটি ভক্তকে কাঁদিয়ে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় নেইমারের দল। তবে শিরোপা এনে দিতে ব্যর্থ হলেও কোচ তিতের উপর ভরসা হারাচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিভিএফ। ব্রাজিলের সঙ্গে তিতে থাকবে নাকি চলে যাবেন সেই সিদ্ধান্ত কোচের উপরই ছেড়ে দিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ফেডারেশন প্রধান জানান, তিতের কোচিংয়ে অখুশি নন তারা। ২০২২ বিশ্বকাপে নেইমারদের দায়িত্ব তার কাঁধেই বর্তানোর সম্ভাবনা বেশি। এ সময় তিনি আরও বলেন, রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার থেকে বাদ পড়লেও ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের থেকে তুলনামূলক ভালো খেলেই বাদ পড়েছে তিতের ব্রাজিল। আরও চার বছর তার হাতে দায়িত্ব থাকলে আরও ভাল কিছুর আশা সিভিএফ প্রধানের।

তবে কাতার বিশ্বকাপের আগে তিতের সামনে কোপা আমেরিকা, আয়োজক দেশ ব্রাজিল। ২০১৯ সালে সেই শিরোপা এনে দিতে পারলেই কাতার বিশ্বকাপে ব্রাজিল টিমের সঙ্গে দেখা যাবে তিতেকে।

বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর