ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে গোল না পাওয়া জেসুস তৃতীয়!
অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বে ব্রাজিলের আধিপত্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর ব্রাজিলের ৯ নম্বর জার্সিধারীরা সব সময় গোল মেশিন হিসেবে পরিচিত। কিন্তু রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সেই বিখ্যাত জার্সিটা গায়ে জড়িয়ে ৫ ম্যাচে একটাও গোলের দেখা পাননি গ্যাব্রিয়েল জেসুস। যাকে এখন বলা হচ্ছে কোনো বিশ্বকাপে ব্রাজিলের ৯ নম্বর স্ট্রাইকার হিসেবে তারই সবচেয়ে বাজে পারফরম্যান্স।

অবশ্য বিশ্বকাপে ৯ নম্বর জার্সি পরে গোল করতে ব্যর্থ হওয়া প্রথম ফুটবলার জেসুস নয়। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের আগে এমন ঘটনা আরও দুটি রয়েছে। এই তালিকায় প্রথম নাম আলিসিন্দোর। ১৯৬৬ বিশ্বকাপে খেলে তিনি একটি গোলও পাননি। আর এর আট বছর পর ১৯৭৪ বিশ্বকাপে মিরান্দিনহাও গোল পাননি। কিন্তু তারা জেসুসের চেয়ে কম ম্যাচ খেলেছিলেন বলে জেসুসকে নিয়ে সমালোচনা একটু বেশিই হচ্ছে।

বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৮/মাহবুব

 



এই পাতার আরো খবর