ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্পেন-ক্রোয়েশিয়ার সাথে অ্যামোনিয়া শুঁকে মাঠে নামে রাশিয়া!
অনলাইন ডেস্ক

স্পেন ও ক্রোয়েশিয়া ম্যাচের আগে নাকে অ্যামোনিয়া শুঁকে মাঠে নেমেছেন রাশিয়ান ফুটবলাররা- এমন দাবি করেছে সুডাইসচে জেইটাং নামের একটি জার্মান পত্রিকা। যদিও ফিফার আইনে অ্যামোনিয়া নাকে শুঁকে মাঠে নামা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।

কিন্তু সুডাইসচের দাবি অক্সিজেনের মাধ্যমে দেহে মিশে গিয়ে রক্তে উদ্দীপনা সৃষ্টি করে অ্যামোনিয়া। তাতে বাড়তি শক্তি পান খেলোয়াড়রা। ফিফার অজ্ঞতার সুযোগ নিয়ে সেটিই কাজে লাগিয়েছে রাশিয়া ফুটবল ফেডারেশন, যা এক অর্থে ডোপিং।

সরকারি পৃষ্ঠপোষকতায় ডোপ নেয়ার অভিযোগ অনেকদিন ধরেই ঝুলে আছে রাশান অ্যাথলেটদের ঘাড়ে। চলতি বছরেই ডোপ নেয়ার অভিযোগে সিউলে শীতকালীন অলিম্পিক থেকে ২৮ রাশিয়ান অ্যাথলেটকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ফুটবলারদের ওপরে একই অভিযোগ থাকলেও ফিফা তা খারিজ করে দেয় ডোপ টেস্ট করে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর