ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যেকোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত: ফরাসি কোচ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে যেকোনো পরিস্থিতির জন্যই তৈরি আছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

এ ব্যাপারে দেশম বলেন, আমরা আমাদের চার ফুটবলারকে অনুশীলনে বিশ্রাম দিয়েছি, যাতে কেউ আঘাত না পায়। এটি একটি সতর্কতামূলক পরিকল্পনা। তিনি আরও বলেন, বেলজিয়াম ব্রাজিলের বিপক্ষে দারুন এক পদ্ধতিতে খেলে জয় পেয়েছে। তারা কি একই পরিকল্পনা করবে আমাদের বিপক্ষেও? হয়তো।

এদিকে, দু'টি হলুদ কার্ড পেয়ে সেমিফাইনালের ম্যাচে নিষিদ্ধ আছেন রাইট ব্যাক টমাস মুনিয়ের। তার পরিবর্তে কাকে নামানোর পরিকল্পনা করেছে বেলজিয়াম তা এখনও প্রকাশ করেনি। 

এ প্রসঙ্গে দেশম বলেন, আমরা বেলজিয়ামের সব পরিকল্পনার মুখোমুখি হতে প্রস্তুত। সেটা যাই হোক। এমনকি মুনিয়ের অবর্তমানেও। আমি আমার খেলোয়াড়দের বেলজিয়ামের বিপক্ষে সব পরিস্থিতির জন্য প্রস্তুত করেছি। বেলজিয়ামের জন্য মাঠে যদি তা পরিবর্তনও করতে হয় সেটাই হবে।

বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর