ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালে মাঠে 'জিদানকে'‌ চান পোগবা, তবে...!
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

আগামীকাল রবিবার দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ফ্রান্স। ১৯৯৮ সালে চ্যাম্পিয়নের মুকুট উঠেছিল ফরাসিদের মাথায়। বিধ্বংসী ফর্মে একা হাতে দলকে তখন জয় এনে দেন জিনেদিন জিদান। একাই করেছিলেন দু’‌টি গোল। 

২০০৬ সালে ফাইনালে উঠলেও জয় অধরা থেকে গিয়েছিল। ২০১৮ সালে ফের সুযোগ এসেছে ফ্রান্সের সামনে। চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে তাই মাঠে জিদানকেই চাইছেন ফরাসি মিডফিল্ডার পোগবা। তবে ১৯৯৮ সালের জিদান নয়, পোগবা চাইছেন জিদান হয়ে উঠুন ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান। 

পোগবা বলেছেন, "‌ফাইনালে জয় ছাড়া আর কোনও বিকল্প নিয়ে ভাবছিই না। আর আক্রমণাত্মক ফুটবল খেলে গোল করাই হবে আমাদের লক্ষ্য। আমি চাই ১৯৯৮ সালের ফাইনালে জিদান যে খেলাটা খেলেছিলেন, এবার গ্রিজম্যান সেরকম খেলুক। ও একদিনের জন্য জিদান হয়ে উঠুক।" 

তিনি আরও বলেন, "গ্রিজম্যান এমন একজন ফুটবলার যে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে এবং গেমমেকারের ভূমিকা নিতে পারে। পাশাপাশি যদি অলিভিয়ের জিহুকে ওর সেরা ছন্দে পাওয়া যায়, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না।"

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর