ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'গোল্ডেন বল' মদ্রিচেরই প্রাপ্য: রাকিটিচ
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের আসরের পর্দা নামছে আজ। শিরোপার মহারণে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। দিদিয়ের দেশ্যমের দলটি আসরের অন্যতম ফেভারিট হলেও জ্লতকো দালিচের শিষ্যদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও কেউ উড়িয়ে দিতে পারছে না। পুরো বিশ্বকাপই দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া একের পর এক চমক দেখিয়েছে।

ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরো দল কৃতিত্ব পেলেও ভূয়সী প্রশংসার জোয়ারে ভাসছেন অধিনায়ক লুকা মদ্রিচ। সতীর্থরা মনে করছেন, এ মিডফিল্ডার তার ছোট্ট কাঁধে করেই ক্রোয়েশিয়াকে এতোদূর নিয়ে এসেছেন।

এ ব্যাপারে দলটির তারকা মিডফিল্ডার ইভান রাকিটিচ মনে করেন, মদ্রিচ পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছেন, ফাইনালের ফলাফল যা-ই হোক, সোনার বল (সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল) মদ্রিচেরই প্রাপ্য।

শুক্রবার এই বার্সেলোনা তারকা বলেন, ‘ফাইনালের ফলাফল যা-ই হোক, আমি আশা করি একজন ক্রোয়েশিয়ানের হাতেই সোনার বল উঠবে, আর সেই ক্রোয়েশিয়ান হচ্ছেন আমাদের অধিনায়ক মদ্রিচ। পুরো আসরে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, এটা তারই প্রাপ্য।’

বিডি প্রতিদিন/ ১৫ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর