ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনাল নিয়ে উটের সঙ্গে মিলছে না জ্যোতিষী বিড়ালের ভবিষ্যদ্বাণী (ভিডিও)
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ইতোমধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন দুবাইয়ের 'জ্যোতিষী' উট শাহিন ও রাশিয়ার ভালুক বুয়ান। তাদের দু'জনেরই দাবি, ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে ৪২ লাখ জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়া। তবে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিসের দাবি, ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে ফ্রান্স।

এদিন, অ্যাকিলিসের সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়া বিছানো পতাকায় একই রকমের খাবার রাখা হয়। বেশ কিছুক্ষণ ভেবে অ্যাকিলিস বিড়াল ফ্রান্সের পতাকায় রাখা খাবারটি খাওয়া শুরু করেন। উট ও ভালুকের ভবিষ্যদ্বাণীর সাথে যার কোনো মিল নেই। কিন্তু এই উটের সেমিফাইনালে করা দুটি ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিড়ালের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। যদিও উটের চেয়ে বিড়ালের ভবিষ্যদ্বাণী বেশি মিলে যাওয়ার সম্ভাবনা থাকে বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। 

বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর