ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালে হেরে যা বললেন ক্রোয়েশিয়ার কোচ
অনলাইন ডেস্ক
জ্লাতকো দালিচ

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেও শিরোপা জয়ের স্বাদ এনে দিতে পারেননি দলটির কোচ জ্লাতকো দালিচ। আর ম্যাচ শেষে সেই আক্ষেপই ঝড়লো কোচের কথায়।

দালিচ বলেন, বিশ্বকাপ জেতার জন্য ফ্রান্সকে অভিবাদন জানাই। আমরা ম্যাচের প্রথম ২০মিনিট অনেক ভাল খেলেছি। ওই সময়টাতে ম্যাচ আমরাই নিয়ন্ত্রণ করেছি। এরপরই আত্মঘাতী গোলটি হল। তারপরও আমরা ম্যাচে ফিরেছিলাম। কিন্তু এরপরই পেনাল্টি দেওয়া হল। আমি রেফারির বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলব, ফাইনাল ম্যাচে এরকম একটি বিতর্কিত পেনাল্টি আপনি দিতে পারেন না।

তিনি আরও বলেন, 'আমার উচিত আমার খেলোয়াড়দের অভিবাদন জানানো। সম্ভবত এই টুর্নামেন্টে এই ম্যাচেই আমরা সেরা খেলা খেলেছি। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি কিন্তু আমরা পরাজিত হয়েছি। ফ্রান্সের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে আপনাকে অবশ্যই ভুল করা যাবে না। আমরা কিছুটা মর্মাহত, তবে আমরা যা করেছি তার জন্য গর্বিত হওয়া উচিত।'

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর