ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেলজিয়াম দলকে রাজকীয় সংবর্ধনা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ছিল বেলজিয়াম। আসরের তৃতীয় অবস্থান নিশ্চিত করে দেশে ফিরেছে হ্যাজার্ডরা। সেখানে রাজকীয় সংবর্ধনা পেল বেলজিয়াম জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় রবিবার বিকেলে দেশে ফিরে আসে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন খেতাব পাওয়া দলটি।

দলীয় কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা শিরোপা নিয়েই দেশে ফিরতে চেয়েছিলাম। যখন ব্রাজিলকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছলাম, তখন সম্পূর্ণ মনোযোগ ছিল ফাইনালের দিকে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই খেলোয়াড়রাই বেলজিয়ামকে ইতিহাস ফিরিয়ে দিয়েছে। এটি অবশ্যই বিবেচনার বিষয়। এরা অবশ্যই প্রশংসার দাবীদার। দেশবাসীর কাছ থেকে সেটি তারা পেয়েছে।’

এদিকে, দেশে ফেরার পর ব্রাসেলসে রাজ পরিবার সংবর্ধনা দেয় রাশিয়া ফেরত বেলজিয়াম দলকে। এ সময় ব্রাসেলসের রয়্যাল ক্যাসলের সামনে হাজার হাজার সমর্থক উপস্থিত হয়ে তাদের অভ্যর্থনা জানায়। মার্টিনেজ ও অধিনায়ক এডেন হ্যাজর্ডাকে সর্ব প্রথম অভ্যর্থনা জানান রাজা ফিলিপ ও রাণী ম্যাথিলদে। এরপর রাজ পরিবারের সঙ্গে একে একে করমর্দন করতে আসেন রোমলেু লুকাকু, মুরুয়ানে ফেলাইনি, আদনান জানজুয়াজিসহ দলের বাকী সদস্যরা।

বিডি প্রতিদিন/ ১৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর