সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ফ্লাইটটি।
প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে রিয়াদে স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টায় ঢাকায় অবতরণ করবে।
জেদ্দার পর এটি ইউএস-বাংলার সৌদি আরবে দ্বিতীয় গন্তব্য। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়াদ রুটে ফ্লাইট চালু করলো সংস্থাটি। উদ্বোধনী ফ্লাইট চলাকালে যাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ