২১ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৩৭

আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীতে বৃক্ষরোপণ বসুন্ধরা শুভসংঘের

অনলাইন ডেস্ক

আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীতে বৃক্ষরোপণ বসুন্ধরা শুভসংঘের

ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন। আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা। 

গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর আজিমপুরে গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় কাঠগোলাপ, কনকচাপা, পেয়ারা ও নিম গাছের চারা রোপণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুসলেমিনা সুলতানা, নুরে জান্নাত, আয়শা রহমান, তানিয়া তানজি প্রমুখ। 

আয়োজকরা বলেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিহতদের শান্তি কামনায় দোয়া মাহফিল ও তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা  বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর