৬ অক্টোবর, ২০২৪ ১৯:১৫

গৌরীপুরে হরিজন পল্লীতে বসুন্ধরা শুভসংঘের বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

গৌরীপুরে হরিজন পল্লীতে বসুন্ধরা শুভসংঘের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে হরিজন পল্লীর মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এ উপলক্ষে রবিবার বিকেলে পৌর শহরের কালিমন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, মহা ধুমধামে পূজার আয়োজন চলছে গৌরীপুরে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী এ উপজেলায় পূজা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। একটা সাজ সাজ রবে চলছে শেষ পর্যায়ের আয়োজনে। এ উপলক্ষে গৌরীপুর বসুন্ধরা শুভসংঘ স্থানীয় হরিজন পল্লীতে বসবাসরত অসহায় ৮ জন ব্যক্তিকে বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করে। পূজা উপলক্ষে এই প্রথম তারা বস্ত্র উপহার পেয়ে অনেক খুশি। 

হরিজন পল্লীর সর্দার সজলশীল বলেন, ‘হামারারকে এই প্রথম কেউ পূজায় উপহার দিয়েছে। এতে হামারা খুব খুশি হয়েছি বাবু। হামারা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’ 

এ সময় গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য ও বাংলাদেশ রোভার স্কাউটের সদস্য মীর আক্তার, জারিন তাসনিম, রিনি বিশ্বাস, নাঈম মিয়া, হুমায়ুন আহম্মেদ, শাকিল মিয়া ও আহাদ মিয়া।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর