বিশ্ব শিশু দিবস আজ। দেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার সরকারিভাবে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’। এছাড়া শিশুর অধিকার, সুরক্ষা এবং উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ।
বসুন্ধরা শুভসংঘ বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নাটোরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে শিশুদের নিয়ে নানা আয়োজনের মাধ্যমে এ দিবস পালন করা হয়।
সোমবার সকালে জেলা শহরের স্টেশন বস্তি এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্নকলি স্কুল’র শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় শিশুরা দুই বিভাগে চিত্রাঙ্কন ও জালে বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় বিজয়ীদের বিভিন্ন পুরস্কারসহ অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে চকলেট ও বেলুন উপহার দেওয়া হয়।
এ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে নানা কার্যক্রম করে থাকে। বিশ্ব শিশু দিবসেও আমরা এসব শিশুদের নিয়ে আয়োজন করতে পেরে আনন্দিত। আগামীতেও এমন কর্মসূচি নিয়ে আমরা শিশুদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, আজকের এই দিনটি শুধুমাত্র শিশুদের জন্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন গুরুত্বের সাথে দেখে।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আসলাম আলী সরদার, মোছা. রাশেদা খাতুন, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহন।
বিডি-প্রতিদিন/বাজিত