পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী বাবু প্রামাণিকের (৪৩) ছোট মুদিদোকানে ক্রেতাদের বসার জন্য চেয়ার উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘের পাবনা শাখা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বাবুর দোকানে শুভসংঘের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়। এর আগে বাবুর দোকানে চায়ের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল এবং তাঁর স্ত্রীকে প্রশিক্ষণসহ একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আলী আকবর রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বসুন্ধরা শুভসংঘের সুজানগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ সৌরভ, স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান রব, মিঠুন মিয়া প্রমুখ।
চেয়ার পেয়ে প্রতিক্রিয়ায় বাবু বলেন, “আমি খুব খুশি হয়েছি। এর আগেও বসুন্ধরা গ্রুপ আমার দোকানে চায়ের সরঞ্জামসহ মালামাল দিয়েছে এবং আমার স্ত্রীকে সেলাই মেশিন দিয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করি, যেন তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকেন।”
বিডি প্রতিদিন/আশিক