"উদ্দোক্তা হয়ে গড়ব দেশ, বেকারত্ব হবে নিরুদ্দেশ"-প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) ফুলবাড়ীর পানিকাটা দাখিল মাদ্রাসার হলরুমে এলুয়াড়ি ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রসার সুপার মাওলানা আরিফুল হক সাহ্।
আলোচনায় মাওলানা আরিফুল হক বলেন, বসুন্ধরা অর্থ পৃথিবী আর শুভসংঘ মাণে ভালো সংগঠন। এই সংগঠন যে সৃষ্টি করতে পারে তিনি নির্দিধায় ভালো মানুষ। উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই আজকের এই আলোচনা সভা। বেকার যুবক, ছাত্রদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের এলাকায় বসুন্ধরা শুভসংঘের একটি ট্রেনিং সেন্টার খোলার জন্য বসুন্ধরা চেয়ারম্যানের দৃষ্টি কামনা করছি।
বিশেষ অতিথি ছাইদুল ইসলাম (১ নং ইউ.পি সদস্য) বলেন, এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠানগুলো বেশি হলে সাধারণ বেকার মানুষ আরও সচেতন হবে। তারা সাহস পাবে।
ফুলবাড়ী উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও ফুলবাড়ী কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত বলেন, আমাদের ফুলবাড়ী উপজেলায় দিন-দিন বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সম্ভাবনা থাকা সত্যেও শুধু ট্রেনিংয়ের অভাবে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মহোদয় এই শুভসংঘের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অবহেলিত মানুষের পাশে সবসময় ছিলেন এবং আছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘের মেজেসগুলো আমরা সবসময় ফুলবাড়ীর মানুষের মাঝে এইসব আয়োজনের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি।
উদ্যোক্তা সৃষ্টিতে আরও আলোচনা করেন উদ্যোক্তা অহেদুল ইসলাম (মুরগি খামারি), আব্দুর রাজ্জাক (খামারি), মনজুরুল ইসলাম (টেইলার্স প্রশিক্ষন ব্যবসা), সাজ্জাদ (কার ড্রাইভার প্রশিক্ষক), দুলাল (পশু চিকিৎসক), কৃষি উদ্দোক্তা আলহাজ্ব এনামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা, সহ-সভাপতি মেহেদুল হক অপু, আহম্মেদ সনি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, অর্থ-সম্পাদক সোহানুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কোরবান আলী, ক্রীড়া সম্পাদক কৃষ্ণ রায়, কার্যকরী সদস্য জিসান, জিসানুর রহমান জীবন, সোহাগ।
পরিশেষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও বসুন্ধরা শুভসংঘের সার্বিক উন্নতি কামনায় মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ