বরগুনার আমতলীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সভাটির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে ও কালের কণ্ঠ আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার।
সভায় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, ইউনুচ আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) রাশোয়ান আহম্মেদ, বিদ্যালয়টির দশম শ্রেণির (বিজ্ঞান) শিক্ষার্থী সানাউল্লাহ বক্তব্য দেন।
কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. গোলাম ফারুক বলেন, নৈতিকতা ও মূল্যবোধ বলতে আমরা নীতিসম্পর্কিত বোধ বা অনুভূতিকে বুঝি। মানুষ তার পরিবার সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি খুব সচেতনভাবে মেনে চলে। এই নিয়মগুলো মেনে চলার প্রবণতা মানসিকতা ও নীতির চর্চা করাকেই বলা হয় নৈতিকতা। অন্যদিকে মানুষের আচরণকে পরিচালনা করে যেসব নীতি বা মানদন্ড তাই মূল্যবোধ। সততা, কর্তব্য নিষ্ঠা, ধৈর্য, উদারতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, নান্দনিক সৃজনশীলতা, দেশপ্রেম, কল্যাণবোধ, পারস্পরিক মমতাবোধ ইত্যাদি নৈতিক গুণ লোপ পাওয়া বা নষ্ট হয়ে যাওয়াকে অবক্ষয় হিসেবে চিহ্নিত করতে পারি। সমাজের সব স্তরে আমাদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। ফলে সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। নৈতিকতা ও মূল্যবোধ একটি দেশের নৈতিক শক্তি যার অভাবে অতীতে অনেক জাতি ধ্বংসের সম্মুখীন হয়েছে। আমাদের নৈতিকতা এবং মূল্যবোধের গুরুত্ব অনুধাবন করতে হবে এবং অবশ্যই আমাদের সন্তানদের সততা, এবং নৈতিকতা শেখাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক আলতাফ হোসেন, জসিম উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ইমন, সমাজ কল্যান সম্পাদক ইমন খান, সাংগঠনিক সম্পাদক আসিফ, কার্যকারী সদস্য সাকিল, কার্যকরী সদস্য মোসা. রাবেয়া আক্তার, কার্যকারী সদস্য মোসা. চাঁদনী প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম