প্রকৃতি থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে তালগাছ। পরিবেশে তালগাছের ভূমিকা অপরিসীম। বজ্রপাত নিরোধে তালগাছের বেশ গুরুত্ব রয়েছে। বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়ত পরিবেশের পরম বন্ধু তালগাছ কেটে ফেলছি। আশার আলো হচ্ছে বর্তমানে জয়পুরহাটের ক্ষেতলালে রাস্তাগুলোর দু’পাশ জুড়ে লাগানো হয়েছে সারি সারি তালগাছ। বীজ বপন থেকে শুরু করে গজানো চারার পরিচর্যা পযর্ন্ত সব কিছুর নজরদারি করে থাকেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল-কালাই উপজেলার পাঠানপাড়া, কাটাহার, রোয়াইড়, কুসুমসাড়া, সমশিরা, কাঁচাকুলসহ বেশ কিছু এলাকায় নতুন করে তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিবছর ভাদ্র-আশ্বিন মাসে নিয়মিত তালবীজ বপন কার্যক্রম চলমান থাকে। কাঁচাকুল গ্রাম থেকে কুসুমসাড়া-রোয়াইড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার দু’ধারে শত শত তালগাছ গজাতে শুরু করেছে।
আজ মঙ্গলবার গাছের চারার পরিচর্যা ও দেখভালের উদ্দেশ্যে কর্মসূচি পালন করছে টিম শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি ও পরিবেশকর্মী এম রাসেল আহমেদ বলেন, বজ্রপাত নিরোধে তালগাছের বিরাট ভূমিকা রয়েছে। নির্বিচারে কাটার ফলে আজ যখন তালগাছ হারিয়ে যেতে বসেছে, তখন আমরা গ্রামের রাস্তার দু’পাশে শত শত তালগাছ রোপণ করছি এবং পরিচর্যা করছি। আশা করছি রাস্তার পাশে সারি সারি তালগাছ সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পথিকের মনে প্রশান্তির ছোঁয়া এনে দেবে।
ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নান বলেন, বসতবাড়ি নির্মাণ, ঘরের ছাউনি, তালপাতার পাখাসহ বিশেষ কাজে এর ব্যবহার লক্ষণীয়। তালগাছ থেকে টাটকা রস পাওয়া যায়। তালের রস থেকে গুড় ও তাল মিছরি তৈরি হয়। পাকা তাল থেকে নানা রকমের পিঠাপুলি আমরা খেয়ে থাকি। আমাদের এলাকায় এ রকম তালগাছ সমৃদ্ধ রাস্তা থাকায় আমরা গর্বিত।
ক্ষেতলাল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাইফুল ইসলাম বলেন, তাল একটি ঔষধি গুণসম্পন্ন ফল। গাছও খুবই শক্ত, ঝড়ে ভাঙে না। ফসলের শেল্টার বেল্ট হিসেবে কাজ করে। তালগাছ ভূমি রক্ষায় কাজ করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখে। বজ্রপাতের হাত থেকেও তালগাছ আমাদের রক্ষা করে। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমরা কৃতজ্ঞ যে, তারা রাস্তার পাশে এভাবে হাজার হাজার তালগাছ রোপণ করছে।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিরাজাম মুনিরা, প্রচার সম্পাদক আরমান হোসেন, দফতর সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আ. হাকিম, কার্যকরী সদস্য আ. করিম, নাজমুল হক, আবু হাসান, আ. রাজ্জাক, ছানোয়ার, আবুল হাসনাত ও আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ