দিনাজপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (২১ এপ্রিল) কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
শুভেচ্ছা উপহার হিসেবে শিক্ষার্থীদের প্রদান করা হয় পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী। ভালোবাসায় মোড়ানো এই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা। তারা জানান, এমন সহানুভূতিশীল উদ্যোগ তাদের মধ্যে ইতিবাচক মনোভাব ও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।
এক শিক্ষার্থী বলেন, শুভসংঘ সবসময় ভালো কাজের পাশে থাকে। আজকের এই উপহার আমাদের জন্য শুধু উপকরণ নয়, বরং সাহস আর মনোবলের প্রতীক।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়েছো, এখন সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস রেখে পরীক্ষায় অংশ নাও, আমরা সবসময় তোমাদের পাশে আছি।'
এই আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী, সাধারণ সম্পাদক মাইশা হুমাইরা ইতু, সহ-সভাপতি আপন, মুরাদ, রিমা, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ রায়, আরিফ, প্রদিপা, ক্রীড়া সম্পাদক জোতির্ময় রায়, প্রচার সম্পাদক রিয়াজ, অর্থ সম্পাদক অরুণ রায় জোতি, এবং কার্যকরী সদস্য কামনা, কণা, আল-মামুন, মশিউর, জাহাঙ্গীর, পরসি, বুশরা, আতিক, সান্ত, ইসমাইল প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা