রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংগঠনের সদস্যরা একত্রিত হন। পরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের আশপাশে স্থাপিত বিভিন্ন সংগঠনগুলোর বুথে সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেওয়া হয়। সবশেষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করেছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
এ সময় শুভসংঘের সদস্যরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনসহ কোয়ান্টাম ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, পিডিএফ, মোরাল প্যারেন্টিং ফ্যামিলি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভসংঘের পক্ষ থেকে তাদের হাতে উপহার তুলে দেন। এসময় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বসুন্ধরা শুভসংঘের উন্নতি কামনা করেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজির আহমেদ বলেন, আজকের আয়োজনের মাধ্যমে আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসের কল্যাণে এমন আরও উদ্যোগ নিতে চাই।
সহ-সভাপতি মিশন চাকমা বলেন, শুভসংঘ সবসময় মানবিক কাজের সাথে যুক্ত থাকে। আজকের (শনিবার) দিনটি ছিল আমাদের সদস্যদের জন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক।
কর্মসূচিতে শুভসংঘের সভাপতি মাহবুব হাসান বলেন, শুভসংঘ সবসময় ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে। আজকের কর্মসূচি তারই অংশ। আমরা চাই, সবাই মিলে ক্যাম্পাসকে আরও সুন্দর ও বন্ধুত্বপূর্ণ করে তুলতে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন পসনেম, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত। এ ছাড়া কার্যকরী সদস্য মাহবুবা ইসলাম মেরিনা, মো. রাসেল শেখ ও সদস্য ইমরান হোসেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিকভাবে সহায়তা করেন।
বিডি প্রতিদিন/এমআই