শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মাটির অভয়

মুহম্মদ নুরুল হুদা

শরীরের নাম নয় শুধু মহাশয় ।

আমার মানবজন্ম

মাটির শরীর ছাড়া আর কিছু নয়।

 

যে আগুনে তৈরি তনু জ্বিন-ফেরেশ্তার

সে আগুনে পোড়ে তনু তোমার আমার ।

সামান্য মানুষ আমি

আমার শরীরময় ভয় শুধু ভয়।

 

মাটির খাঁচায় আমি যে আমাকে ডাকি

সে আমার মনোমায়া উড়ো আলোপাখি

পালক ছড়ায় তার মহাবিশ্বময়।

সামান্য মানুষ আমি

আমার শরীরময় ভয় শুধু ভয়।

 

মাটিকে শুইয়ে দিয়ে মাটির পাটিতে

যে আমি উড়াল দেবো আরেক ঘাঁটিতে

তারো গায়ে এ মাটির গন্ধ লেগে রয়।

সামান্য মানুষ আমি

আমার শরীরময় ভয় শুধু ভয়।

 

চরাচর পার হয়ে দূরতম অন্য তেপান্তরে

আমার মানবগন্ধ ঘরে ঘরে মাটির অধরে।

আর কিছু নয়

আমার শরীরময় জেগে থাক মাটির অভয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর