সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্পেনে পর্যটন মেলায় বাংলাদেশের স্টল

দবির তালুকদার, স্পেন

স্পেনে পর্যটন মেলায় বাংলাদেশের স্টল

স্পেনে ফিতুর আন্তর্জাতিক পর্যটন মেলায় বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশি স্টল। সম্প্রতি মেলার ৬ নম্বর হলের ৬ই ২২ স্টলের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশকে বহির্বিশ্বে উপস্থাপন করতে পারলে, নতুন একটি দিগন্ত সূচনা হবে বিশ্বাস করি। এ সময় উপস্তিত ছিলেন পর্যটন ও বেসরকারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়, ট্যুর অপারেটর কর্মকর্তা তারেক মাহমুদ, গ্লোবাল ট্র্যাভেলস মাদ্রিদের পরিচালক আহমেদ শাফি প্রমুখ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১৩৬টি দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, পর্যটনবিষয়ক গবেষক ছাড়াও দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে এ মেলায়।

সর্বশেষ খবর